০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ১১:৪৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১০ জানুয়ারি তাঁর সাজা ঘোষণা হবে, তবে কারাদণ্ডের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিচারক।
নিউইয়র্কের ম্যানহাটান আদালতে বিচারক হুয়ান মারচ্যান শুক্রবার জানান, ট্রাম্পকে শর্তহীন মুক্তির আদেশ দেওয়া হবে। এর অর্থ, তাঁকে কারাবাস, জরিমানা বা প্রবেশনের সম্মুখীন হতে হবে না। এমন নজিরবিহীন রায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল, কারণ এর আগে কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হননি।
২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখতে ২০১৬ সালে ট্রাম্প তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। এই অর্থ গোপন রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। তবে ট্রাম্প বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিচারক মারচ্যান বলেন, ট্রাম্প আদালতে সশরীরে বা ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন। যদিও ট্রাম্প আপিল করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর পক্ষ থেকে আইনজীবীরা যুক্তি দিয়েছেন, এ মামলা তাঁর শাসনক্ষমতায় বাধা সৃষ্টি করছে।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এ মামলা অবৈধ উল্লেখ করে তা খারিজ করার দাবি জানিয়েছেন। এদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই রায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইন ব্যবস্থায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।