১৪ এপ্রিল ২০২৫ সোমবার, ০৯:১৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ঘোষণা করেছে তাদের বোর্ড সভার তারিখ—যেখানে উন্মোচিত হবে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষীত আর্থিক প্রতিবেদন (EPS)। রোববার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ইপিএস ঘোষণার জন্য প্রস্তুত থাকা কোম্পানিগুলো হলো:
মাগুরা মাল্টিপ্লেক্স লিমিটেড
মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ
মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বোর্ড সভার নির্ধারিত সময়সূচি:
মিরাকল ইন্ডাস্ট্রিজ: ২০ এপ্রিল, দুপুর ২:৩০ মিনিট
মেঘনা কনডেন্সড মিল্ক: ২৯ এপ্রিল, দুপুর ২:৩৫ মিনিট
মনোস্পুল পেপার ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ: ২৯ এপ্রিল, বিকেল ৩:০০টা
মাগুরা মাল্টিপ্লেক্স: ২৯ এপ্রিল, বিকেল ৪:০০টা
এই বোর্ড সভাগুলোর মাধ্যমে কোম্পানিগুলো ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে। বাজার বিশ্লেষকরা বলছেন, এসব কোম্পানির ইপিএস রিপোর্টের উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের আগ্রহ ও বাজারের গতি-প্রকৃতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এখন দেখার বিষয়, কার রিপোর্ট বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাবে, আর কে ফেলবে চমক!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।