facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

ইভটিজিংয়ের প্রতিবাদ, বহিরাগতদের হামলায় বেরোবির ৪ ছাত্র আহত


১৬ অক্টোবর ২০২৪ বুধবার, ১০:০৫  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ইভটিজিংয়ের প্রতিবাদ, বহিরাগতদের হামলায় বেরোবির ৪ ছাত্র আহত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জার্নালিজম বিভাগের এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই ছাত্রী ও তার সহপাঠীরা ক্যাম্পাসে প্রবেশ করার সময় বহিরাগত কয়েকজন অশোভন আচরণ করেন। ওই ছাত্রীর সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করলে বহিরাগতরা তাদের ওপর হামলা করে। তাদের হামলায় চার শিক্ষার্থীরা আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন জার্নালিজম বিভাগের ১২তম ব্যাচের আব্দুল্লাহ আল মামুন, ১৪তম ব্যাচের দীপ্ত তালুকদার ও শান্ত এবং ১৩তম ব্যাচের হাজিমুল হক। আটককৃতরা হলেন মিজান ও বাবু। তাদের বাসা বাবুখা ও চকবাজার এলাকায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, আজ থেকে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বহিরাগতরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে জন্য দায়িত্বরত আনসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ