facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির ৬ শিক্ষক


১৭ জুলাই ২০২৩ সোমবার, ১০:০৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির ৬ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক হলেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক। রোববার (১৬ জুলাই) রাতে সিন্ডিকেটের এক সভায় এই অনুমোদন দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় তাদের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত হয়।

ছয়জন শিক্ষক হলেন, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সাবেক অধ্যাপক রফিকুন নবী, ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

গত ৩০ বছরে সর্বমোট ৭ জন শিক্ষককে এই মর্যাদা দেয়া হয়। এর নতুন তালিকায় বৃহস্পতিবার আরো ৬ জনের নাম যুক্ত করার প্রস্তাব আসে।

শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়ার রীতি আছে।

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: