০৭ জানুয়ারি ২০১৮ রবিবার, ১১:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদন
শেয়ার বিজনেস24.কম
প্রযুক্তির সাহায্যে ইশারায় কাজ করবে স্মার্টফোন৷ ওয়াশিংটনের একদল গবেষক ওয়ারলেস সেনসিং প্রযুক্তি নিয়ে কাজ করছেন৷
তাদের দাবি, এখন কিছু স্মার্টফোনে ক্যামেরার মাধ্যমে থ্রি-ডি জেশ্চার সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে৷ কিন্তু এতে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় এবং ইশারা শনাক্ত করার জন্য নড়চড়া স্মার্টফোনের ক্যামেরায় স্পষ্ট হতে হয়৷ কিন্তু নতুন এই প্রযুক্তি আবিষ্কার হলে তা অল্প ব্যাটারিতেই চালানো যাবে, তাছাড়া যে কোনও পাশ থেকে ইশারা বুঝতে পারবে ফোনটি৷
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাট রেনল্ড এবং শ্বেতক প্যাটেল এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন৷
গবেষকরা জানিয়েছেন, যখন কেউ ফোন করেন বা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ ব্যবহার করেন, ফোন তখন সেলুলার নেটওয়ার্কে বেতার তরঙ্গ পাঠায়, যাতে সেলুলার বেস স্টেশনের সঙ্গে যোগাযোগ করা যায়৷ নতুন এই প্রযুক্তিতে ছোট ছোট একাধিক অ্যানটেনা সেই প্রতিফলিত সংকেতগুলো ধরতে পারবে এবং সেই অনুযায়ী ফোনকে কাজ করার নির্দেশ দেবে৷ গবেষকরা গবেষকরা এই প্রকল্পের নাম দিয়েছেন ‘সাইডসোয়াইপ’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।