facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ইসলামী ব্যাংকে আসছে বড় সুখবর


১৮ নভেম্বর ২০২৪ সোমবার, ০৮:০৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ইসলামী ব্যাংকে আসছে বড় সুখবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করছে। তিনি আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

চেয়ারম্যান আরও বলেন, এস আলম ইসলামী ব্যাংকের ১৭টি শাখা থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা নিয়ে গেছে, শুধু টাকা নয়, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পুরোনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে ব্যাংকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং আইএফসিকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংককে রক্ষা করার দায়িত্বে রয়েছে। যেসব ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি, তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এস আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।

এদিকে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ দাবি করেন যে, ব্যাংকটির অবস্থান বর্তমানে উন্নতির দিকে। গত তিন মাসে ব্যাংকের আমানত প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেড়েছে এবং প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। নতুন বিনিয়োগের ক্ষেত্র বন্ধ হলেও ব্যাংকের ২ হাজার ৭০০ এজেন্ট পয়েন্টে তিনজন করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে, যারা আমানত বৃদ্ধিতে সহায়তা করবেন।

ইসলামী ব্যাংক ২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করেন। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামী ব্যাংকের ৫০ শতাংশের বেশি মালিকানা ছিল বিদেশি উদ্যোক্তাদের, যা বর্তমানে কমে ১৩ শতাংশে নেমেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), দুবাই ইসলামী ব্যাংক, কুয়েতের সরকারি ব্যাংক এবং অন্যান্য বিদেশি প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: