১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৮:৫৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে সাধারণ মানুষ বিভিন্ন তফসিলি ব্যাংকের নির্দিষ্ট শাখা ও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অফিস থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই বিশেষ সেবা চালু থাকবে।
নতুন নোট বিনিময় সুবিধা: বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখায় এই সেবা পাওয়া যাবে।
নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংক শাখায়: জনতা ব্যাংক (পোস্তগোলা ও আব্দুল গণি রোড কর্পোরেট শাখা), প্রিমিয়ার ব্যাংক (বনানী শাখা), এনসিসি ব্যাংক (যাত্রাবাড়ী ও দিলকুশা শাখা), ব্যাংক এশিয়া (বনানী-১১ শাখা), উত্তরা ব্যাংক (যাত্রাবাড়ী শাখা), আইএফআইসি ব্যাংক (গুলশান শাখা), পূবালী ব্যাংক (সদরঘাট শাখা), যমুনা ব্যাংক (গুলশান কর্পোরেট শাখা), মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (বাবুবাজার শাখা), ন্যাশনাল ব্যাংক (মহাখালী শাখা), দি সিটি ব্যাংক (ইসলামপুর শাখা), সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক (বিজয়নগর শাখা), গ্লোবাল ইসলামী ব্যাংক (নবাবপুর শাখা) সহ আরও বহু ব্যাংকের নির্ধারিত শাখায় এই সেবা পাওয়া যাবে।
ঈদের খুশি বাড়াতে বিশেষ উদ্যোগ: নতুন নোট সংগ্রহের এই সুবিধার মাধ্যমে ঈদের বাজারে মানুষের কেনাকাটার আনন্দ আরও রঙিন হবে বলে আশা করা হচ্ছে। তবে নতুন নোট গ্রহণে ব্যাংকের নির্দেশনা মেনে চলতে হবে।
নতুন নোট বিনিময়ের সুবিধা গ্রহণ করতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।