facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৩ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৫

Walton

ঈদ ক্যাম্পেইন শুরু করলো গ্রামীণফোনের ’আলো’


০১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার, ০৮:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঈদ ক্যাম্পেইন শুরু করলো গ্রামীণফোনের ’আলো’

উদ্ভাবনী আইওটি ইকোসিস্টেম ‘আলো’ নিয়ে ঈদ ক্যাম্পেইন শুরু করেছে গ্রামীণফোন। ক্যাম্পেইনের আওতায় এর প্রথম টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) উন্মোচন এবং আকর্ষণীয় অফার এনেছে অপারেটরটি। ক্যাম্পেইনটিতে দেখানো হয়েছে, আলো’র স্মার্ট সল্যুশনের মাধ্যমে কীভাবে এর ব্যবহারকারী তার প্রিয়জনদের যত্ন নিতে পারেন; পাশাপাশি দৈনন্দিন জীবন হয়ে ওঠে আরো নিরাপদ, সংযুক্ত ও স্বাচ্ছন্দ্যময়।

আবেগঘন এই টিভিসিতে একজন তরুণের তার বাবার সাথে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার গল্প বলা হয়েছে। তাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, ছেলেটি আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দূর থেকে তার বাবার দেখাশোনা করে চলেছে। টিভিসিতে দেখানো হয়েছে প্রযুক্তি কীভাবে মানসিক ও শারীরিক দূরত্ব কমিয়ে এনেছে।

এই স্মার্ট সেবাগুলো আরও সহজলভ্য করতে ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে গ্রামীণফোন। আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরা কিনলে গ্রাহকরা পাবেন ১ হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপের মাধ্যমে কিনলে অতিরিক্ত ৫ জিবি ডেটা বোনাস পাবেন গ্রাহকরা। অন্যদিকে জিপি স্টার গ্রাহকরা মাইজিপির মাধ্যমে কিনলে পাবেন আরো বাড়তি সুবিধা- পাবেন ১ হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস এবং ১০% ছাড়। গ্রামীণফোনের দারাজ স্টোর থেকে কিনলেও ১ হাজার টাকার ভাউচার পাবেন গ্রাহকরা। গ্যাস ডিটেক্টর ও ভেহিকেল ট্র্যাকার কেনার ক্ষেত্রেও গ্রাহকরা ৫শ’ টাকার ভাউচার উপভোগ করতে পারবেন। টেলকো-টেকে পরিণত হতে গ্রামীণফোনের লক্ষ্যের সাথে এই অফারগুলো সামঞ্জস্যপূর্ণ। অপারেটরটির লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সাথে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো যাতে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা আরো সমৃদ্ধ ও নিরাপদ হয় এবং বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয় ।

ক্যাম্পেইনে সম্পর্কে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, ”গ্রাহকদের জন্য অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আরো কার্যকর ও গ্রাহক-কেন্দ্রিক সল্যুশন আনতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। আমাদের আইওটি প্রোডাক্ট আলো’র মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনকে আরো সমৃদ্ধ করতে চাই, যাতে তারা টেলিযোগাযোগের বাইরেও আরো কিছু পেতে পারেন। আমাদের টেলকো-টেক হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে নেবে এই পদক্ষেপ।”

আলোর মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত ও সুরক্ষিত রাখার জন্য নিরবচ্ছিন্ন ও বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশন আনার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে গ্রামীণফোন।

আলো এবং এ সম্পর্কিত সর্বশেষ অফার জানতে গ্রামীণফোনের ওয়েবসাইট অথবা মাইজিপি অ্যাপ দেখতে পারেন গ্রাহকরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ