১৭ জুন ২০২৪ সোমবার, ০৭:০৬ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
বলিউড বাদশাহ শাহরুখ খান। শুধু ভারত নয়, গোটা বিশ্বময় তার কোটি কোটি ভক্ত। বিশেষ দিনগুলোতে এই সুপারস্টারের বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন তারা। ব্যতিক্রম হয়নি আজ ঈদের দিনও। আর প্রতিবারের মতো শাহরুখও তাদের নিরাশ করেননি। ছোট ছেলে আব্রামকে নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন এই অভিনেতা। ইতোমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা কাবলি পরে বাসার নিচে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে ‘ঈদ মোবারক’ জানাচ্ছেন শাহরুখ খান। এ সময় ছেলে আব্রামের গায়েও ছিল সাদা কাবলি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঈদের দিনটি সবসময়ই পরিবারের সঙ্গে কাটান শাহরুখ। এরপর সন্ধ্যার দিকে বের হন বাসা থেকে। দেখা করেন কাছের বন্ধুদের সঙ্গে। এ ছাড়া দিনটি ‘বলিউড ভাইজান’ সালমান খানের বাসাতেও যাওয়ার কথা রয়েছে তার। কারণ, সালমানের বাসার বিরিয়ানি তার বিশেষ পছন্দের খাবারের মধ্যে অন্যতম।
প্রসঙ্গত, পাঠান, জওয়ান ও ডাঙ্কি নামে সম্প্রতি ভক্তদের তিনটি সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে ‘কিং’ সিনেমায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।