facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

ঈদে লঞ্চের বিশেষ সার্ভিস ১ জুলাই থেকে


২৯ জুন ২০১৬ বুধবার, ০৪:২৮  এএম

শেয়ার বিজনেস24.কম


ঈদে লঞ্চের বিশেষ সার্ভিস ১ জুলাই থেকে

ঈদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ও বেসরকারি মালিকানাধীন লঞ্চের বিশেষ সার্ভিস আগামী ১ জুলাই শুরু হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার সচিবালয়ে নৌমন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। নৌ মন্ত্রণালয়ের পক্ষে নৌসচিব অশোক মাধব রায় এবং সংস্থাসমূহের প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য সংস্থাগুলোকে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। বছর শেষে লক্ষ্য অনুযায়ী সংস্থার বাস্তব কাজের মূল্যায়ন করা হবে।

কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে চুক্তি সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান জানিয়ে নৌমন্ত্রী বলেন, ঈদে ফিটনেসবিহীন লঞ্চ যাতে না চলতে পারে সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।

মন্ত্রী বলেন, ওভারলোডিং (লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন) ঠেকাতে সদরঘাটসহ বিভিন্ন জায়গায ম্যাজিস্ট্রেট থাকবেন, পুলিশ ও মন্ত্রণালয়ের অফিসাররা থাকবেন। তারা এটি দেখভাল করবেন। অনিয়ম পেলেই ব্যবস্থা।

তিনি বলেন, আমরা আরামে ঈদ করি, কিন্তু আমাদের অফিসারদের অনেকের ঈদ করা হয় না। তারা এগুলো নিয়ন্ত্রণ করবেন। তারা ব্যস্ত থাকবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: