facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

ঈদে শিল্পী নাফিস কামালের গান “এখনও সেই পথে”


৩১ মার্চ ২০২৫ সোমবার, ০১:৫৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঈদে শিল্পী নাফিস কামালের গান “এখনও সেই পথে”

নব্বই দশকের শেষদিকে `ইত্যাদি`তে কাওসার আহমেদ চৌধুরীর কথা আর নকীব খানের সুরে ‘এলোমেলো’ (এই দেশে এক শহর ছিল…) গানটি দিয়ে আলোচিত গায়ক নাফিস কামালের নতুন রোমান্টিক গান "এখনও সেই পথে" মুক্তি পেলো ঈদ উপলক্ষে।

গানচিল, প্রথম আলো অনলাইন, স্বাধীন মিউজিক ও নাফিস কামালের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও স্পটিফাই সহ সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গিয়ে শ্রোতারা গানটি শুনতে পারবেন।

গানের কথা ও সুর করেছেন আসিফ আলতাফ, সংগীতায়োজনে পাভেল আরিন এবং প্রযোজনায় ইয়াসির মাহমুদ খান। কক্সবাজারের সুদীর্ঘ মেরিন ড্রাইভে ভিন্ন আঙ্গিকে দৃশ্যায়িত এই গানের ভিডিও নির্মাতা ইশতিয়াক মাহমুদ ও প্রযোজক ব্ল্যাঙ্কবক্স। এছাড়া, ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী নাফিস কামাল ও আজমেরী আশাকে।

গানটি দেখতে ভিজিট করুন: https://www.youtube.com/@GaanchillMusicOfficial

নাফিস কামাল জানান, “এই গানটি তৈরির পেছনে তার কাছের বন্ধুদের ছিল ব্যাপক উৎসাহ, অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতা।”

উল্লেখ্য, দীর্ঘ বিরতীর পর নাফিস কামাল সংগীত জগতে ফিরে আসেন কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও ঋত্বিক ঘটকের প্রতি উৎসর্গ করা গান “স্মরণে ঋত্বিক” দিয়ে যা গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে মুক্তি পেল তার দ্বিতীয় নতুন গান “এখনও সেই পথে”।

শ্রোতাদের জন্য নাফিস কামাল আরও কিছু নতুন গান নিয়ে কাজ করছেন যা শীঘ্রই প্রকাশিত হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: