facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

ঈদের সিনেমা


৩১ মার্চ ২০২৫ সোমবার, ০৯:০৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঈদের সিনেমা

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার হিসাব–নিকাশ শেষ মুহূর্তে বদলে দিয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। ‘বরবাদ’ –এর সঙ্গেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তিন বছর পর ঈদে দুই সিনেমা নিয়ে ফিরছেন শাকিব খানও। অন্যদিকে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’ সিনেমাগুলো আরও বেশি প্রেক্ষাগৃহসংকটে পড়েছে শাকিবের দুই সিনেমা মুক্তির খবরে। প্রেক্ষাগৃহ ভাগাভাগি নিয়ে দুশ্চিন্তার কারণে কারও কারও চোখ এখন মুক্তির তৃতীয় সপ্তাহে।

প্রেক্ষাগৃহ মালিক সমিতি ও প্রযোজনাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দেশে নিয়মিত হল ৮০টির বেশি। এর মধ্যে ২০টি প্রেক্ষাগৃহে নিয়মিত পুরোনো সিনেমা চলে। এসব প্রেক্ষাগৃহের সঙ্গে ঈদে যোগ হবে আরও ৮০টির মতো অনিয়মিত প্রেক্ষাগৃহ। সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭০ থেকে ১৮০ হতে পারে। সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে। তাই অনেক সিনেমা শেষ মুহূর্তে মাল্টিপ্লেক্স টার্গেট করে মুক্তি দেওয়া হচ্ছে। 

‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খান
‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খানপরিচালকের ফেসবুক থেকে

সর্বাধিক হলে ‘বরবাদ’

‘বরবাদ’ ছবিটি প্রেক্ষাগৃহমালিকদের কাছে সবচেয়ে বেশি আগ্রহের নাম। তবে ছবিটির বুকিং মানি সবচেয়ে বেশি হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত বড় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ সিনেমাটির প্রযোজনাপ্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা বলেছে। দর–কষাকষি করার চেষ্টাও করেছে। দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ মনিহার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও তাদের আগ্রহ বেশি ছিল ‘বরবাদ’ নিয়ে। বুকিং মানি বেশি হলেও এই ছবিতে তারা আস্থা খুঁজেছে। সিনেমাটির প্রযোজনাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাল্টিপ্লেক্সের সব শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে গতকাল রোববার দুপুর পর্যন্ত সারা দেশের ১২০টি প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ সিনেমার মুক্তি চূড়ান্ত হয়েছে। সিনেমাটির সর্বোচ্চ বুকিং মানি ১৫ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। সিনেমার প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘হলের সংখ্যা চাইলে আমরা আরও বাড়াতে পারতাম। কিন্তু মুক্তি পেতে যাওয়া অন্যান্য সিনেমার কথা ভেবে ১২০ প্রেক্ষাগৃহ চূড়ান্ত করি।’ ‘বরবাদ’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল।

‘দাগি’ সিনেমার পোস্টারে আফরান নিশো
‘দাগি’ সিনেমার পোস্টারে আফরান নিশোপরিচালকের ফেসবুক থেকে

‘দাগি’র নজর তৃতীয় সপ্তাহে

ঈদের আলোচিত সিনেমার আরেকটি ‘দাগি’। সিনেমার হলসংখ্যা কম হলেও এটা কোনো ভাবনায় ফেলছে না প্রযোজনাপ্রতিষ্ঠানকে। ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সিনেমার অভিজ্ঞতা এবার কাজে লাগিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘তুফান মুক্তির সময় দেখেছি, ঈদের জন্য যে ৮০টির মতো সিনেমা হল নতুন করে চালু হয়, সেগুলো সব শাকিব খানের সিনেমার জন্য। নিয়মিত বড় সিঙ্গেল হলগুলোও শাকিব খানের সিনেমা নিয়ে আগ্রহ দেখায়। সেখানে আমরা সিনেমা হলের সংখ্যা নিয়ে ভাবছি না। ভালো পরিবেশের সিনেমা হল যেগুলো এগিয়ে এসেছে, তাদের সঙ্গে কথা বলছি। আমাদের মূল লক্ষ্য মাল্টিপ্লেক্স। এখন অল্পসংখ্যক সিঙ্গেল স্ক্রিন হলেও ঈদের পরবর্তী সপ্তাহ থেকে সারা দেশে ক্রমান্বয়ে ‘দাগি’ চলবে, সেই প্রত্যাশা করছি। আমরা সিনেমা হল থেকেই টাকা তুলব।’ ঈদে মাল্টিপ্লেক্সের সব কটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দাগি’। ‘দাগি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

‘অন্তরাত্মা’ সিনেমার পোস্টারে শাকিব খান ও দর্শনা বণিক
‘অন্তরাত্মা’ সিনেমার পোস্টারে শাকিব খান ও দর্শনা বণিকপরিচালকের ফেসবুক থেকে

‘অন্তরাত্মা’ কি উড়ে এসে জুড়ে বসা

সর্বশেষ ২০২২ সালের ঈদে শাকিব খানকে একসঙ্গে ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমায় দেখা গিয়েছিল। তিন বছর পর আবার শাকিব ফিরছেন ‘বরবাদ’–এর সঙ্গে চার বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’ নিয়ে। সেই সিনেমা হঠাৎ করেই ঈদের মুক্তির তালিকায় যোগ হওয়ায় কেউ কেউ বলছেন, ‘অন্তরাত্মা’ কি ঈদের প্রতিযোগিতায় উড়ে এসে জুড়ে বসা? এমন কথা ভক্তদের কাছে শুনলেও সিনেমার প্রযোজক সোহানি হোসেন জানান, বেশ আগে থেকেই তাঁদের পরিকল্পনায় ছিল, ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার। তাঁদের কাছে মনে হয়েছে, এখনই ভালো সময়। যে কারণে ছবিটি মুক্তি দেওয়া। হলসংখ্যা তাঁদের ভাবাচ্ছে না। সিনেমাটি ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও ৮টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে। ঈদের পরের সপ্তাহে নজর প্রযোজকের। ‘অন্তরাত্মা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক।

 ‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম
‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টারে মোশাররফ করিমপরিচালকের ফেসবুক থেকে

ভাবনাহীন ‘চক্কর’

ঈদের অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’ নিয়ে কোনো প্রতিযোগিতার চক্করে থাকতে চান না প্রযোজক ও পরিচালক শরাফ আহমেদ। কারও সঙ্গেই কোনো তুলনায় যেতে চান না। সিনেমা হলের সংখ্যা নিয়েও প্রতিযোগিতায় নেই তিনি। এই পরিচালক ও প্রযোজক গুরুত্ব দিলেন সিনেমার গল্প ও নির্মাণের ওপর। তিনি মনে করেন, সিনেমা ভালো হলো সেটা দর্শকের কাছে যাবেই। সিনেমাটি নিয়ে সেই আশায় দিন গুনছেনশরাফ আহমেদ। তাঁদের ব্যবসায়িক কৌশল তৃতীয় সপ্তাহকে ঘিরে। বর্তমানে সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ও লায়নে সিনেমাটি মুক্তি পাচ্ছে। শরাফ আহমেদ বলেন, ‘আমাদের একটি দর্শকশ্রেণিকে টার্গেট করে সিনেমাটি বানানো। যে কারণে ঈদ ছাড়া অন্য সময় মুক্তি দিলেও আমি মাল্টিপ্লেক্সের বাইরে প্রথমে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা মুক্তি দিতাম না। আগে মাল্টিপ্লেক্সগুলোয় দর্শক আমাদের সিনেমা দেখুক। কথা বলুক। এক–দুই সপ্তাহ পরেই সিনেমার হাওয়া কোন দিকে যাচ্ছে, সেটা বোঝা যাবে।’ ‘চক্কর ৩০২’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়াম
‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়ামপরিচালকের ফেসবুক থেকে

‘জংলি’র মনোযোগ লগ্নি ফেরাতে

‘জংলি’ সিনেমার বাজেট আড়াই কোটি টাকার বেশি। সেই অর্থ ওঠানোর দিকেই বেশি মনোযোগ প্রযোজনাপ্রতিষ্ঠানের। জানা যায়, ইতিমধ্যে স্পনসর থেকে ২০ ভাগের মতো টাকা উঠিয়েছে তারা। অন্যদিকে সিনেমার ওটিটি স্বত্ব থেকে বড় অঙ্কের টাকা মিলবে। এ ছাড়া সিনেমাটি দেশের বাইরে মুক্তি দিয়ে সিনেমার বেশির ভাগ টাকা আগেই ওঠানোর পরিকল্পনা করছেন সিনেমাটির প্রযোজক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমরা পরাণ সিনেমার ডিস্ট্রিবিউটর ছিলাম। শুরুতে ১১টি সিনেমা হলে মুক্তি দিয়ে পরে ৫০–এ গিয়েছিলাম। ‘জংলি’ আপাতত মাল্টিপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে। আমাদের সিনেমার মেরিট ভালো হলে পরের সপ্তাহে সিনেমা হলসংখ্যা বাড়বে। বিদেশেও মুক্তির ব্যাপারে আমরা চুক্তি করেছি। আমরা সিনেমার টাকা ওঠাব। সেটা সিনেমা হল থেকেই উঠবে। সিনেমা নিয়ে আমরা লসের মধ্যে থাকব না।’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, শবনম বুবলী ও দীঘি।

‘জ্বীন-৩’ সিনেমার পোস্টার
‘জ্বীন-৩’ সিনেমার পোস্টারপরিচালকের ফেসবুক থেকে

টার্গেট শুধুই মাল্টিপ্লেক্স

সিনেমা হলসংকটের মধ্যে ৭টির মতো সিঙ্গেল হল পেলেও ছোট পরিসরে এসব সিঙ্গেল হলে যেতে চান না ‘জ্বীন-৩’ সিনেমার প্রযোজক আবদুল আজিজ। জাজ মাল্টিমিডিয়া তাদের প্রযোজিত সিনেমা এর আগে একাধিক সিনেমা হলে মুক্তি দিলেও এবার ‘জ্বীন-৩’ শুধুই মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এতে সিনেমাটির ব্যবসায়িক কোনো ক্ষতি হবে না। এটা তাঁদের ব্যবসায়িক কৌশল বলে জানান আজিজ। এই প্রযোজক বলেন, ‘হাতে গোনা কয়েকটি সিঙ্গেল হলে আমরা সিনেমাটি মুক্তি দিতে চাইছি না। সিঙ্গেল হলে আমরা পারলে ঈদের পর বড় পরিসরে ঢুকব। না হলে ঢুকব না। এতে আমাদের ব্যবসায়িক কোনো সমস্যা হবে না।’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: