facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

উইকিপিডিয়ার নাম পরিবর্তনে বিলিয়ন ডলার অফার ইলন মাস্কের


২৫ অক্টোবর ২০২৩ বুধবার, ০৬:১৩  পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


উইকিপিডিয়ার নাম পরিবর্তনে বিলিয়ন ডলার অফার ইলন মাস্কের

বিলিয়নিয়র ইলন মাস্ক টুইটার দখল করার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন, তিনি অধিগ্রহণের পরই টুইটারের নাম পরিবর্তন করে রাখেন `এক্স`। স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নিয়মিত পোস্ট করে প্রায়শই বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কৌতূহলী করে তোলেন। সম্প্রতি বিলিয়নিয়র বলেছেন যে তিনি উইকিপিডিয়াকে ১ বিলিয়ন ডলার প্রদান করবেন যদি তারা তাদের নাম পরিবর্তন করে।

তিনি বলেন, ``আমি তাদের এক বিলিয়ন ডলার দেব যদি তারা তাদের নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখে। আমি এটি করতে চাই নির্ভুলতার স্বার্থে।``এবার তার এই কথায় নড়েচড়ে বসেছেন নেট নাগরিকেরা। তবে কি উইকিপিডিয়া কিনে নিতে চলেছেন তিনি? ইলন মাস্কের এমন একটি বার্তা দেখে কেউ কেউ বলছেন, উইকিপিডিয়া-র উচিত এই সুযোগ লুফে নেওয়া, আবার কেউ কেউ বলছেন এটা নেহাতই ধনী মাস্কের খামখেয়ালিপনা। অন্য একটি পোস্টে, মাস্ক আবার উইকিপিডিয়ার হোমপেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যাতে উল্লেখ করা হয়েছে “উইকিপিডিয়া বিক্রয়ের জন্য নয়”।

জিমি ওয়েলসের ব্যক্তিগত আবেদনের প্রতিক্রিয়ায় মাস্ক লেখেন, ``আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন উইকিপিডিয়া ফাউন্ডেশন এত টাকা চায়? উইকিপিডিয়া পরিচালনা করার জন্য নিশ্চয় এটি প্রয়োজন হয় না। আপনি আক্ষরিক অর্থে আপনার ফোনে সম্পূর্ণ পাঠ্যের একটি অনুলিপি ফিট করতে পারেন! সুতরাং, অর্থ চাওয়া কীসের জন্য?`` এই বছরের মে মাসে, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সমালোচকদের সেন্সর করার জন্য মাস্ককে খোঁচা দিয়েছিলেন। সূত্র: এনডিটিভি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ