facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

উইমেন লিডার অব দ্য ইয়ার হলেন সাদিয়া হক


২৪ মে ২০২৩ বুধবার, ১১:২৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


উইমেন লিডার অব দ্য ইয়ার হলেন সাদিয়া হক

কটলার ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ সম্মানজনক অ্যাওয়ার্ড জিতলেন শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। ঢাকার বনানীতে অনুষ্ঠিত মডার্ন মার্কেটিং সামিট ২০২৩ পর্বে কটলার অ্যাওয়ার্ডস দেয়া হয়।

অনুষ্ঠানে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, আজ এখানে দাঁড়িয়ে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে সম্মানজনক পুরস্কৃত হয়ে অস্কার ও গ্র্যামি দুটি পদক একসঙ্গে পাওয়ার মতো অনুভূতি হচ্ছে। বিজয়ী সবাই তাদের দক্ষতার মাধ্যমে দেশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের সঙ্গে প্ল্যাটফর্মের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।

ভ্রমণ খাত দেশের সম্ভাবনাময় খাত। অদূর ভবিষ্যতে এ খাতের আরও সমৃদ্ধি হবে। সাধারণ মানুষ ভ্রমণে আকৃষ্ট হবেন। ভ্রমণ সেবার মান বাড়াতে কাজ করছে শেয়ারট্রিপ। স্বীকৃতি কাজে উজ্জীবিত করে। আরও অনেক দূর যেতে হবে। যাত্রা সবে শুরু মাত্র।

কটলার অ্যাওয়ার্ডসের লক্ষ্য হচ্ছে বিপণন, যোগাযোগ ও ব্যবসা ব্যবস্থাপনায় শীর্ষ পর্যায়ের পেশাজীবী ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেয়া। বিশ্বব্যাপী ব্যবসায়িক শ্রেষ্ঠত্বকে সম্মান জানানো।

কটলার পুরস্কারের মাধ্যমে দেশের বিপণন খাতের পেশাজীবী, ব্যবসায়িক নেতা ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এমন ব্যবসায়িক উদ্যোগগুলোকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বিজনেস কেস স্টাডি নিয়ে ‘প্রিন্সিপালস অব মডার্ন মার্কেটিং’ শিরোনামে বই উন্মোচন করা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: