facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

উগান্ডাকে নিয়ে ছেলেখেলা করে রেকর্ড ছুঁয়ে জয় ওয়েস্ট ইন্ডিজের


০৯ জুন ২০২৪ রবিবার, ১০:৪২  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


উগান্ডাকে নিয়ে ছেলেখেলা করে রেকর্ড ছুঁয়ে জয় ওয়েস্ট ইন্ডিজের

উগান্ডার স্বপ্নের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না! গত ম্যাচেই পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল দলটি। দুই দিন পর কঠিন বাস্তবতা টের পেল তারা। আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে পড়ে ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়েছে উগান্ডা।

গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উগান্ডা গুটিয়ে গেছে মাত্র ৩৯ রানে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহ। এর আগে এই তালিকায় একাই শীর্ষে ছিল নেদারল্যান্ডস। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৩৪ রানে। এটি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। সবচেয়ে বেশি রানের জয়টি শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা।

উগান্ডাকে নিয়ে মূলত ছেলেখেলা করেছেন স্পিনার আকিল হোসেন। বাঁহাতি এই স্পিনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথমবার পেয়েছেন ৫ উইকেট। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট নেন আকিল। টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের প্রথম ৫ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ষষ্ঠ সেরা বোলিং ফিগার। আকিল ইনিংসের প্রথম ৭ ওভারের মধ্যেই ৫ উইকেট পেয়েছেন। তাঁর স্টাম্প বরাবর করা বলগুলোর কোনো উত্তর ছিল না উগান্ডার ব্যাটসম্যানদের কাছে। তাঁর ৫টি উইকেটের ৩টি এলবিডব্লিউ, ২টি বোল্ড। ওয়েস্ট ইন্ডিজের বাকি বোলাররা আকিলকে শুধু সঙ্গ দিয়েছেন। রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল, গুড়াকেশ মোতি একটি করে উইকেট নিয়েছেন। আলজারি জোসেফ নিয়েছেন ২ উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ব্রেন্ডন কিং ও জনসন চার্লস গড়েন ২৭ বলে ৪১ রানের জুটি। কিং করেন ৮ বলে ১৩ রান। চার্লস করেছেন ৪২ বলে ৪৪। ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছেন নিকোলাস পুরান-রাসেলরা। পুরান করেছেন ১৭ বলে ২২ রান, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৮ বলে ২৩। রাসেল অপরাজিত ছিলেন ১৭ বলে ৩০ রানে।

এ নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তারা জিতেছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। যদিও এরপরও তারা গ্রুপ সির শীর্ষ দল নয়। দুই জয় আর তাদের চেয়ে ভালো রানরেট নিয়ে শীর্ষে আছে আফগানিস্তান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ