facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

উত্তরসূরি সংকটে ২৩০টির বেশি গাড়ি নিলামে!


২৪ জুন ২০২৩ শনিবার, ০৭:৩৬  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


উত্তরসূরি সংকটে ২৩০টির বেশি গাড়ি নিলামে!

পরিচয় গোপন করে গত এক দশক ধরে ২৩০টিরও বেশি পুরনো গাড়ি কিনেছেন সংগ্রাহক মিস্টার পালমেন। নামটি ছাড়া এই সংগ্রাহক সম্পর্কে আর কোনো তথ্য জানেন না কেউ। যদিও তিনি নেদারল্যান্ডের বাসিন্দা। গাড়িগুলো চুরি হতে পারে সে ভয় থেকেই সংগ্রাহক হিসেবে নিজের পরিচয় গোপন রাখতেন পালমেন।

একসময় কোনো উত্তরাধিকার না থাকায় বিরল ও মূল্যবান গাড়িগুলো নিয়ে চিন্তায় পড়ে যান পালমেন। তাছাড়া চিকিৎসার খরচ যোগাতেও হিমশিম খাচ্ছিলেন তিনি। বাধ্য হয়েই বিশাল এই সংগ্রহের মালিকানা গ্যালারি অ্যাল্ডারিং এর কাছে বিক্রি করেন পালমেন। এসব গাড়ির একেকটির মূল্য কয়েক লাখ ইউরো।

একটি পরিত্যক্ত গির্জার দুটি গুদামে রাখা হয়েছে আলফা রোমিও, ল্যান্সিয়া, মাসেরাতি, ফেরারি, ফেসেল ভেগা, অ্যাস্টন মার্টিন, জাগুয়ারসহ নানা ব্র্যান্ডের গাড়ি। যার বেশিরভাগ গাড়িই ৩০ থেকে ৬০ বছরের পুরনো।

গ্যালারি অ্যাল্ডারিং-এর সহ প্রতিষ্ঠাতা নিক অ্যাল্ডারিং বলেন, প্রায় ৪০ বছর ধরে পালমেন এই গাড়িগুলো সংগ্রহ করেছেন। তিনি কখনোই একক ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে মনোনিবেশ করেননি। প্রদর্শনীতে থাকা এই গাড়িগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে, গাড়ি সংগ্রহে তার কেমন আগ্রহ ছিলো।

অবশেষে বিশাল এই সংগ্রহটি নিলাম হতে চলেছে। নিলাম প্রতিষ্ঠান ক্লাসিক কারের মালিক হ্যান্স ভ্যান ডে প্লুইজমের ধারণা, এখানকার বেশিরভাগ গাড়ি সাড়ে ২৭ হাজার ডলার থেকে প্রায় ৮১ হাজার ডলার পর্যন্ত বিক্রি হতে পারে। গাড়িগুলো বিক্রির জন্য ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে নিলাম। যা চলবে ৭ জুন পর্যন্ত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: