facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ১০ কোম্পানির শেয়ার কিনতে মরিয়া চেষ্টা


১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১১:৩৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ১০ কোম্পানির শেয়ার কিনতে মরিয়া চেষ্টা

শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সূচক ও লেনদেনে বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এদিন বেলা ১১ টা ২৫ মিনিটে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্টের বেশি। বাজারের এমন বড় ঊর্ধ্বমুখী প্রবণতায় সার্কিট ব্রেকারে সর্বোচ্চ সীমায় হল্ডেড হয়েছে ১০ কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চূড়া স্পর্শ করে হল্টেড হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা ওই সময় পর্যন্ত শেয়ারগুলো কেনার মরিয়া চেষ্টা করেও কিনতে পারেননি।

কোম্পানিগুলোর মধ্যে আর্গন ডেনিমসের শেয়ার দর ৯.৪৭ শতাংশ বেড়ে ১৮ টাকা ৫০ পয়সায়, কনফিডেন্স সিমেন্টের দর ৯.৮৯ শতাংশ বেড়ে ৫৭ টাকা ৮০ পয়াসায়, ডরিন পাওয়ারের দর ৯.৮৫ শতাংশ বেড়ে ২২ টাকা ৩০ পয়সায়, জেনেক্স ইনফোসিসের দর ৯.৭৭ শতাংশ বেড়ে ২৮ টাকা ১০ পয়সায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের দর ২৬ টাকা ৯০ পয়সায়, যমুনা ব্যাংকের দর ৯.৫৫ শতাংশ বেড়ে ১৯ টাকা ৫০ পয়সায়, কেপিসিএলের দর ১০ শতাংশ বেড়ে ১৩ টাকা ২০ পয়সায়, কাশেম ইন্ডাস্ট্রিজের দর ৯.৭৫ শতাংশ বেড়ে ২৫ টকা ৯০ পয়সায়, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের দর ৯.৯৮ শতাংশ বেড়ে ১৪১ টাকা ১০ পয়সায় ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দর ১০ শতাংশ বেড়ে ৭ টাকা ৭০ পয়সায় দাঁড়ায় ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: