০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৮:০৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সম্প্রতি আলোচনার তুঙ্গে রয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক। তাদের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল ইতিমধ্যেই চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো জনপ্রিয় এআই মডেলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বাজার বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের এআই আধিপত্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ডিপসিকের জনপ্রিয়তার মূল কারণ এর ডিপসিক আর১ মডেল—একটি ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম, যা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) লাইসেন্সপ্রাপ্ত। কম খরচে সহজেই কাস্টমাইজ করা যায় বলে এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
হ্যাংজোভিত্তিক গবেষণাগারে তৈরি ডিপসিক আর১ ইতোমধ্যেই অ্যাপলের অ্যাপ স্টোরে ব্যাপক ডাউনলোড হয়েছে এবং চ্যাটজিপিটির তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনে বেশি ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই নতুন এআই মডেলের উত্থান মেটা ও ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
আপনার কম্পিউটারে ডিপসিক এআই ব্যবহার করতে চাইলে এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মে সহজেই ইনস্টল করা যাবে। স্মার্টফোনের জন্য ডিপসিক অ্যাপ পাওয়া যাবে অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে।
এআই দুনিয়ায় এই নতুন প্রতিযোগিতার ভবিষ্যৎ কোথায় যাবে, তা দেখার জন্য প্রযুক্তিপ্রেমীরা এখন উৎসুক!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।