২৮ জুলাই ২০২৪ রবিবার, ০১:৪২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আপনারা যদি এই নভেম্বরে আমাকে ভোট দেন, তাহলে আগামী চার বছরের মধ্যে, আপনাকে আর ভোট দিতে হবে না। খ্রিস্টানদের প্রতি এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরও বলেন, ‘বিষয়টিকে আমরা এমনভাবে নির্ধারিত করবো যে আপনাদের আর ভোট দিতে হবে না।‘ শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রক্ষণশীল দল টার্নিং পয়েন্ট অ্যাকশন আয়োজিত এক সভায় দেওয়া ভাষণে এ মন্তব্য করেন ট্রাম্প।
রয়টার্স বলছে, এই মন্তব্যের মাধ্যমে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের নেতারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্পকে হুমকি হিসেবে মনে করছেন।
অন্যদিকে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্প হেরে যাওয়ার পর ওই নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার চেষ্টা করেন তিনি। এ নিয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালায়।
সভায় ট্রাম্প বলেন, "খ্রিস্টানরা, আপনারা বের হয়ে যান এবং ভোট দিন, এটাই সঠিক সময়।" তিনি বলেন,’ আপনারা (খ্রিস্টান) এবারই ভোট দিন, এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। আমরা এটাকে এমনভাবে প্রস্তুত করব যে আগামী চার বছরে আপনাকে আর ভোট দিতে হবে না।‘ ট্রাম্প আরও বলেন, ‘আপনারা ভালো খ্রিস্টান। আমি খ্রিস্টানদের ভালোবাসি। আমি নিজেও একজন খ্রিস্টান।‘
এ বিষয়ে ট্রাম্পের প্রচার মুখপাত্র স্টিভেন চেউং ট্রাম্পের এমন মন্তব্যের স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। স্টিভেন চেউং বলেন, ট্রাম্প দেশকে ঐকবদ্ধ করার কথা বলেছেন, গত দুই সপ্তাহ আগে তিনি গুলিবিদ্ধ হওয়ায় দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সে বিষয়টি বোঝাতে চেয়েছেন। কেন ২০ বয়সী এক তরুণ ট্রাম্পকে গুলি করেছে সে সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারীরা।
গত বছরের ডিসেম্বরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছিলেন, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তিনি জিতলে মেক্সিকোর সঙ্গে লাগোয়া দক্ষিণ সীমান্ত বন্ধ এবং তেল খননের কাজ সম্প্রসারণ করতে একদিনের জন্য হলেও তিনি স্বৈরশাসকের ন্যায় আচরণ করবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।