১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১০:৩৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে বড় ঘোষণা: রবির ১৫% নগদ লভ্যাংশ, বিএসসির আয় বৃদ্ধি, কৃষিবিদ ফিডের বিতর্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের শীর্ষ কোম্পানি রবি আজিয়াটা ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদ সভা শেষে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর শেষে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ৩২০ কোটি টাকা। এছাড়া, রবির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর ছিল ৬১ পয়সা—বৃদ্ধি হয়েছে ১১৯ শতাংশ।
আগামী ২১ এপ্রিল রবির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। এ জন্য ১৬ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উল্লেখযোগ্য আয় বৃদ্ধির তথ্য উঠে এসেছে।
কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) ২০২৩ সালের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫২ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ২৯ পয়সা। এছাড়া, ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বিএসসির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৫৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে বিএসসির শেয়ার প্রতি সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা।
পুঁজিবাজারে এসএমই খাতের তালিকাভুক্ত কৃষিবিদ ফিড লিমিটেড একাধিকবার সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২৩ সালের ঘোষিত ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ এখনো বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি।
বিনিয়োগকারীদের অভিযোগ, কোম্পানিটি লভ্যাংশের অর্থ অন্য খাতে ব্যবহার করেছে, যা সম্পূর্ণ আইনবিরোধী। অথচ ২০২৪ সালের জন্য আবারও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষণা করা লভ্যাংশ বার্ষিক সাধারণ সভার (AGM) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু কৃষিবিদ ফিড তা করেনি।
এ বিষয়ে কোম্পানি সচিব মো. মামুন আহমেদ বলেন, ৭৫% লভ্যাংশ পরিশোধ করা হয়েছে, তবে ফান্ড সংকটের কারণে বাকি ২৫% পরিশোধ করা সম্ভব হয়নি। তবে দ্রুতই লভ্যাংশের পুরো অর্থ পরিশোধের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
বিনিয়োগকারীরা বিএসইসি ও ডিএসইর প্রতি অভিযোগ করে বলেছেন, তারা কৃষিবিদ ফিডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাদের দাবি, এসএমই বোর্ড বিলুপ্ত করে এই বোর্ডের শেয়ারগুলো মূল মার্কেটে স্থানান্তর করে সঠিক মনিটরিংয়ের আওতায় আনা উচিত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) মুখপাত্রের দায়িত্ব পুনর্বণ্টন করেছে। নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিচালক মো. আবুল কালাম এবং উপ-মুখপাত্র হয়েছেন উপ-পরিচালক কাজী মো. আল ইসলাম।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৫৬টির শেয়ারদর কমেছে। সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের (৫.২৬%)।
অন্যদিকে, ১৭৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে শাইনপুকুর সিরামিকস লিমিটেড সবচেয়ে বেশি (৬%) শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য রবির লভ্যাংশ ঘোষণা, বিএসসির আয় বৃদ্ধি, এবং কৃষিবিদ ফিডের আইন লঙ্ঘনের বিষয়টি নজর কাড়ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
নতুন মেশিনারী কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, উৎপাদন বাড়বে ৩,৩০০ মেট্রিক টন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাল্টি-ফাংশনাল চকোলেট প্ল্যান্টের জন্য নতুন ক্যাপিটাল মেশিনারি ক্রয় এবং আমদানির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হংকং ভিত্তিক মেসার্স লিংক সোর্সিং লিমিটেড থেকে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের নতুন মেশিনারি ক্রয় করবে। এই মেশিনারির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৩,৩০০ মেট্রিক টন। মেশিনারিগুলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোলাটি কারখানায় স্থাপন ও কমিশনিং করা হবে।
এই নতুন মেশিনারির মাধ্যমে কোম্পানিটি তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং চকোলেট উৎপাদন আরও উন্নত করতে সক্ষম হবে।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করলো গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ফান্ডটি কোনো লভ্যাংশ দেয়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদায়ী বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১ টাকা ০১ পয়সা লোকসান হয়েছে, যেখানে গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ফান্ডটির বাজারমূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ০৪ পয়সা। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।
ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করলো ৬ মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি মিউচুয়াল ফান্ড তাদের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। এসব ফান্ডের ট্রাস্টি সভা ১৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে রয়েছে:
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ক্রেডিট রেটিং সম্পন্ন করলো কয়েকটি প্রতিষ্ঠান
আয় বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের পর প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭২ পয়সা হয়েছে, যা গত বছর একই সময়ে ৬২ পয়সা ছিল।
প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির মোট ইপিএস ৯৬ পয়সা হয়েছে, যেখানে গত বছর একই সময়ে ১ টাকা ৫৪ পয়সা ছিল।
মেঘনা পেট্রোলিয়ামের ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদন
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ। সভায় বিভিন্ন শেয়ারহোল্ডার ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
২০২৩-২০২৪ হিসাব বছরে কোম্পানিটি কর-পরবর্তী ৫৪২ কোটি ২৯ লাখ টাকা মুনাফা অর্জন করেছে এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫০ টাকা ১১ পয়সা হয়েছে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য ঘোষণা
সিএপিএম কোম্পানি লিমিটেড পরিচালিত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১-এর নিট সম্পদ মূল্য ঘোষণা করেছে।
ফান্ডের তথ্য অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি কার্যদিবস শেষে ফান্ডটির মোট নিট সম্পদ মূল্য বর্তমান ক্রয়মূল্যে ৫৬১,৬৫৩,৯১০ টাকা ৫০ পয়সা এবং বাজারমূল্যে ৪২৩,০৪১,৯২৪ টাকা ৩২ পয়সা হয়েছে।
ইউনিট প্রতি নিট সম্পদমূল্য (NAV) বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ২০ পয়সা এবং বাজারমূল্যে ৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।