২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার, ১১:১৭ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। গত ২২ অক্টোবর ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়। আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।
গত বছর ঢাকা বোর্ডের ৩১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছিলেন ১৪৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন ১৩৪ জন। আর গ্রেড পরিবর্তন হয় ৯১৩ শিক্ষার্থীর।
গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাশের হার ৭৭.৭৮ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলে কারো প্রত্যাশিত ফল না এলে তাকে পুনর্নিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলে ২২ অক্টোবর পর্যন্ত।
এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।