০৮ জুন ২০২৩ বৃহস্পতিবার, ০৫:৫৯ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিশ্ব পরিবেশ দিবসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এবং বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনকারী ব্র্যান্ড ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর মাঝে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে সাক্ষর করেন এইচবিআরআই-এর প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান এবং ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার সাজ্জাদ। এই চুক্তির মূল লক্ষ্য হলো জলবায়ু বিষয়ক সমস্যাগুলোর মোকাবেলা করার পাশাপাশি দেশের নির্মাণ শিল্পকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া।
পাশাপাশি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ভবন ও নির্মাণ খাতের মান উন্নয়নের জন্য আধুনিক এএসি সম্পর্কিত গবেষণা ও নির্দেশিকার মান আরও বাড়ানো হবে।
সমঝোতা স্মারক অনুসারে, নেক্সটব্লক অটোক্লেভড কর্তৃপক্ষ এইচবিআরআই মহাপরিচালক আশরাফুল আলমের কাছে এক লাখ টাকার চেক হস্তান্তর করে। এইচবিআরআই-এর গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে এবং পরিবেশবান্ধব এএসি ব্লক নেক্সটব্লক অটোক্লেভড-এর ব্যবহার ও সুবিধা নিয়ে উচ্চতর গবেষণার জন্য এই অর্থ ব্যবহৃত হবে।
নেক্সটব্লক অটোক্লেভডের চেয়ারম্যান জোয়ারদার নওশের আলি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান, এইচবিআরআই-এর প্রধান গবেষণা প্রকৌশলী মোহাম্মদ পারভেজ খাদেম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নেক্সটব্লক অটোক্লেভডের ম্যানেজিং ডিরেক্টর শাহারিয়ার সাজ্জাদ বলেন, নেক্সটব্লক অটোক্লেভড সবুজ নির্মাণ প্রযুক্তিকে এগিয়ে নেয়ার জন্য এএসি ব্লক তৈরি করছে এবং এর সম্প্রসারণ ঘটাচ্ছে। এই উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- এর ফলে ভূমিক্ষয় ঘটে না অথবা কোনো ক্ষতিকর গ্যাসের নিঃসরণ ঘটে না। টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই পৃথিবী ও পরিবেশ নিয়ে ভাবতে হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।