১২ জুন ২০২৩ সোমবার, ০৯:১০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
অভিজ্ঞ ব্যাংকার পারুল দাশকে নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ দিলো এইচবিএল বাংলাদেশ। আর্থিক খাতে ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন পারুল দাশ বাংলাদেশের বাজারে এইচবিএল-এর কৌশলগত প্রবৃদ্ধি পরিচালনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।
এইচবিএল বাংলাদেশ-এ যোগ দেওয়ার আগে পারুল ওয়ান ব্যাংকে সিএফও হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও কেপিএমজি বাংলাদেশসহ বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্থিক কার্যক্রম, ব্যবসায়িক অর্থায়ন, মূলধন ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা এবং অপারেশনাল ফাংশন সংক্রান্ত কাজে দক্ষতাসম্পন্ন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পারুল দাশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর সম্মানিত ফেলো সদস্য এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (আইসিএইডব্লিউ) এর সহযোগী সদস্য।
এইচবিএল :
বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কার্যরত আঞ্চলিক প্রাসঙ্গিকতাসম্পন্ন ব্যাংক এইচবিএল বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি একটি পূর্ণ-পরিষেবামূলক বাণিজ্যিক ব্যাংক। গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনী সমাধানসহ আর্থিক পরিষেবা প্রদানের মাধ্যমে এই অঞ্চলে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত ব্যাংকটি। আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি) এইচবিএল-এর ৫১ শতাংশ শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক। বাকি শেয়ার ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)সহ দেশী ও বিদেশী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আওতায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।