২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০৪:০৫ পিএম
শেয়ার বিজনেস24.কম
অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ফোনে ভাইরাস অ্যাটাক বা ক্র্যাশ করানোর খবর টেক দুনিয়ায় পুরোনো। এবার আইফোন বা আইপ্যাডেও আক্রমণ করার নতুন খবর। সামান্য এসএমএস-এর শিকারেই ক্র্যাশ হয়ে যাচ্ছে অ্যাপলের ডিভাইস।
একটা পতাকা, শূন্য ও রামধনু – এ তিনটি ইমোজি একসঙ্গে কোনো অ্যাপল ডিভাইসে এসএমএস করলেই ক্র্যাশ হয়ে যাচ্ছে সেটি। আইফোন বা আইপ্যাড-এ এ মেসেজটি যতবার এসেছে, আইওএস ৮ (iOS 8) ফ্রিজ হয়ে গেছে। বাদ যায়নি তার হাইয়ার আইওএসও (iOS)।
ইউটিউব অ্যাকাউন্ট এভরিথিংঅ্যাপলপ্রো-র পক্ষ থেকে প্রথমে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। ভিডিও সহকারে দেখানো হয়েছে, কীভাবে ওই তিন ইমোজি ডিটেক্ট করতে না পেরে ক্র্যাশ করছে আইফোন।
যদিও এ বাগটি প্রথম আবিষ্কার করা ভিনসেন্ট ডেসমার্স-এর মতে, পুরোপুরি না হলেও সাময়িক সময়ের জন্য ফ্রিজ হয়ে যাবে আইফোনের ওএস। কারণ এই মেসেজ-এর সঙ্গে থাকা ভ্যারিয়েশন সিলেক্টর ক্যারেকটার-টি ডিটেক্ট করতে না পেরেই ফ্রিজ হয়ে যাচ্ছে আইওএস। তবে অল্প সময়ের জন্য ফ্রিজ হয়ে গেলেও পরে নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে আইফোন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।