facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

এক ঘোষণাতেই কোম্পানিটির প্রতি শেয়ারে দর বেড়েছে ২৩০ টাকা


০৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ০২:০৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এক ঘোষণাতেই কোম্পানিটির প্রতি শেয়ারে দর বেড়েছে ২৩০ টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৪ সেপ্টেম্বর শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে, যা পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ। এ ঘোষণার প্রভাবে আজ ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

লভ্যাংশ ঘোষণার পর সার্কিট ব্রেকার লিমিট না থাকায় বৃহস্পতিবারের ট্রেডিং সেশনের প্রথম আধাঘণ্টার মধ্যে লিন্ডে বিডির শেয়ারের দাম ১৮.৮০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬০.১০ টাকায় পৌঁছেছে। তবে দুপুর ২টায় কোম্পানিটির শেয়ার দর ২৩০ টাকা ৩০ পয়সা বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৩ টাকা ৫০ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের টার্নওভার লিস্টেও শীর্ষে রয়েছে কোম্পানিটি।

বহুজাতিক কোম্পানিটি জানিয়েছে, সাবসিডিয়ার ব্যবসার বিক্রি থেকে তাদের ক্যাপিটাল গেইন হয়েছে। এটি শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে বলে কোম্পানির পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে।

লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়কালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮ টাকা ৮৪ পয়সা।

এর আগে শিল্প ও চিকিৎসা গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তাদের ওয়েল্ডিং ইলেক্ট্রোড ব্যবসা বিক্রি করে দিয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: