২৯ অক্টোবর ২০১৬ শনিবার, ০৬:৩৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
একটি রকেটে একসঙ্গে ৮৩টি উপগ্রহ পাঠিয়ে বিশ্ব-রেকর্ড করতে চাইছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। ২০১৭ সালের শুরু দিকে উপগ্রহগুলো পাঠাবে তারা। ৮৩টি স্যাটেলাইটের মধ্যে দুটি ভারতীয় ও বাকি ৮১টি অন্য দেশের। কথাগুলো জানিয়েছেন অ্যান্ট্রিক্স কর্পোরেশনের চেয়ারম্যান রাকেশ শশীভূষণ।
এ নিয়ে এরই মধ্যেই ৫০০ কোটি রুপির ক্রয়াদেশ হয়ে গেছে। বাকি ৫০০ কোটি রুপির ক্রয়াদেশ নিয়ে আলোচনা চলেছে বলেও জানিয়েছেন রাকেশ শশীভূষণ।
রাকেশ শশীভূষণ জানিয়েছেন, ‘২০১৭ সালের প্রথম দিকেই আমরা একটি রকেট চালু করতে চাইছি, যাতে একসঙ্গে ৮৩টি উপগ্রহ পাঠানো হবে। বেশিরভাগ বিদেশি স্যাটাইট ন্যানো স্যাটেলাইট।’
মহাকাষের একটি কক্ষপথেই এই স্যাটেলাইটগুলো উৎপক্ষেপণ করবে ইসরো। এর মোট ওজন ১,৬০০ কেজি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।