facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

একনজরে পুঁজিবাজারের আট খবর


১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ০৪:১৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


একনজরে পুঁজিবাজারের আট খবর

ডিএসইতে প্রধান সূচক কমলো আরও ৫৮ পয়েন্ট

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে আগের কার্যদিবেসের তুলনায় প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। একইসঙ্গে টানা নয় কার্যদিবস ৪০০ কোটি টাকার নিচে রইলো লেনদেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ২৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৯৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির, বিপরীতে ২৯৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সিকদার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৯৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ১৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

দরবৃদ্ধির শীর্ষে ফার্মা এইডস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্মা এইডস লিমিটেড।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফার্মা এইডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪৬ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। আর ৩ দশমিক ৮০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিকিউ বলপেন।

বৃহস্পতিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি, বেক্সিমকো ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, এমবি ফার্মা এবং কোহিনূর কেমিক্যাল।

বৃহস্পতিবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দার্ন ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, আরএসআরএম স্টিল, তমিজউদ্দিন টেক্সটাইল, মেট্রো স্পিনিং এবং নর্দার্ন জুট।

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অগ্নি সিস্টেমসের ২২ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলোর আজ ১৯ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, টেকনো ড্রাগস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

রোববার স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী রবিবার (২০ অক্টোবর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

আগামী সোমবার (২১ অক্টোবর) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

বিচ হ্যাচারির লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেড গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি দেড় শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

১৩ লাখ শেয়ার কিনবেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা ১৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ব্যাংকটির উদ্যোক্তা জোসনা আর কাশেম ১৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আলোচ্য শেয়ার তিনি ডিএসইর পাবলিক মার্কেট থেকে ক্রয় করবেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।

এনআরবিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে।

ব্যাংকটির উদ্যোক্তা সরোয়ার জামান চৌধুরী ব্লক মার্কেট থেকে ১৬ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

গত ৮ অক্টোবর ডিএসইতে তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: