facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

একনজরে পুঁজিবাজারের আট খবর


১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১০:৫৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


একনজরে পুঁজিবাজারের আট খবর

পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: কাশেম ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ক্রাউন সিমেন্ট এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

কাশেম ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদশে লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪, ২০২৩ ও ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর,২০২৪ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

শাহজিবাজার পাওয়ার: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর,২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সিভিও পেট্রোকেমিক্যাল: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি১’ এবং স্বল্পমেয়াদে‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন,৩০ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রাউন সিমেন্ট: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর,২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

বসুন্ধরা পেপার: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর,২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২৩-২০২৪ হিসাববছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কোম্পানিটির ছিলেন চেয়ারম্যান আনোয়ার উল আলম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আবু কাউছার মজুমদার। ইভেন্স টেক্সটাইলসের পরিচালক এ কে গওহর রাব্বানী, মো. আখতার শহীদ, শাহ রাইদ চৌধুরী এজিএমে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও ভাইস চেয়ারম্যান শবনম শেহনাজ চৌধুরী, প্রফেসর ড. মো. হাছিবুর রশিদ–(স্বতন্ত্র পরিচালক), আতাউর রহমান প্রধান- (স্বতন্ত্র পরিচালক, চেয়ারম্যান, এনআরসি ও অডিট কমিটি), শাহ আদিব চৌধুরী।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সম্মতিক্রমে আলোচিত লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।

এডিএন টেলিকমের এজিএমে লভ্যাংশ অনুমোদন

এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল। সভায় সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, এফসিএ।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

প্রাণের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। প্রাণের দীর্ঘ মেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে এসটি-৩।

কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৪ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিএটিবির জন্য জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) জন্য এফজি উইলসন জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে এই জেনারেটর।

এই লক্ষ্যে সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এনার্জিপ্যাকের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মাসুম পারভেজ (মেরিন ইঞ্জিনিয়ার)। বিএটি বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায়, এনার্জিপ্যাক বিএটি বাংলাদেশকে তিন সেট এফজি উইলসন জেনারেটর সরবরাহ করবে। এই জেনারেটরগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে বিএটিবিকে এর অপারেশনাল দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

হুমায়ুন রশীদ এই চুক্তি সম্পর্কে বলেন, এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টেকসই অনুশীলনের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি নিরাপত্তা সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরকম আরও সহযোগিতামূলক উদ্যোগ প্রয়োজন।

বিশ্বব্যাপী সমাদৃত ব্র্যান্ড এফজি উইলসন জেনারেটর বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ৬.৮ থেকে ২,৫০০ কেভিএ পর্যন্ত বিস্তৃত পরিসরের ডিজেল-জ্বালানি চালিত জেনারেটর সেট রয়েছে এফজি উইলসনের। এনার্জিপ্যাক বাংলাদেশে এফজি উইলসন জেনারেটরের একমাত্র পরিবেশক।

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ক্যাটাগরি অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

মতিন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিমের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০২৪ পযন্ত সময়ে ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।

ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: