facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


০১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৭  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

চাঁদপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন তন্নী আক্তার (১৯) নামের এক গৃহবধূ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যা সন্তান প্রসব করেন তিনি।

তন্নী আক্তার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামের দুবাই প্রবাসী সোহেল আহমেদের স্ত্রী। বুধবার সকালে প্রসব বেদনা দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে ৪ সন্তানের জন্ম দেন তিনি।

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা আক্তার বলেন, ছয় মাসে জন্ম নেওয়ায় চারটি নবজাতকই অপুষ্ট ও অপরিপক্ব। তাদের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। সুস্থ ও স্বাভাবিক একটি নবজাতকের ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়।

‘কম ওজন ও অপুষ্ট হয়ে জন্ম নেওয়ায় ওই চার নবজাতকই তেমন সুস্থ নয়। শ্বাসকষ্টও হচ্ছে তাদের। তবে বাচ্চাগুলোর মা সুস্থ রয়েছেন। নবজাতদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।’- বলেন তিনি।

মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিন ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: