১৯ জুলাই ২০২৩ বুধবার, ১১:৩৫ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
এক্সট্রিম ২০০এস মডেলের ভার্সন ফোর আনল হিরো। সম্প্রতি ভারতের বাজারে মোটরসাইকেলটির বিক্রি শুরু হয়েছে। নতুন রঙ, দারুণ ইঞ্জিনের সঙ্গে শক্তিশালী অবতারে বাজারে এন্ট্রি নিল এই বাইক। এই বাইকের আগের যে এডিশন বিক্রি হত তার থেকে অনেক নতুন সুবিধা যোগ হয়েছে দুই চাকায়। তরুণ বাইকারদের চাহিদার কথা মাথায় রেখে পুরো মোটরবাইক সাজিয়েছে হিরো।
কিছুদিন আগেই হিরো এক্সট্রিম ১৬০ আর ভার্সন ফোর বাজারে আসে। সেই বাইকের রেশ না কাটতেই নতুন বাইক নিয়ে হাজির ভারতে বৃহত্তম টু হুইলার প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের কাছে হিরো এক্সট্রিম সিরিজ আরও শক্তিশালী করে তুলতে পর পর বাইক লঞ্চ করেছে হিরো।
দৃশ্যমান্যতার জন্য এতে যোগ করা হয়েছে এলইডি হেডলাইট। থাকছে ডুয়াল টোন এবং স্পোর্টি গ্রাফিক্স, এছাড়া চমক হিসাবে থাকছে স্প্লিট হ্যান্ডেলবার। বাইকে ইঞ্জিন রয়েছে ২০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ ভালভ অয়েল কুল্ড ইঞ্জিন। যা সংস্থার দাবি অনুযায়ী, ৬ শতাংশ বেশি শক্তি এবং ৫ শতাংশ অতিরিক্ত টর্ক তৈরি করবে।
এই বাইকের ইঞ্জিন সর্বাধিক ১৮.৮ ব্রেক হর্সপাওয়ার এবং ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। বেশ কিছু স্মার্ট ফিচার্সও যোগ করা হয়েছে যেমন স্মার্টফোন কানেক্টিভিটি এবং ব্লুটুথ কানেকশন ও টার্ন-বাই-টার্ন নেভিগেসন।
ব্লুটুথ কানেকশন থাকায় কল এবং এসএমএস অ্যালার্ট পাবেন রাইডাররা। শহরের পাশাপাশি অফ-রোডিংও করা যাবে এমনও ডিজাইন রাখা হয়েছে বাইকে। এছাড়া মিলবে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল এবং এলইডি টেললাইট ও এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোল। যেখানে ট্রিপমিটার, স্পিডোমিটার সংক্রান্ত একাধিক তথ্য দেখতে পাবেন।
বাইকের সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে টেলিস্ক্পিক ফ্রন্ট ফর্ক এবং ৭ স্টেপ অ্যাডজাস্টেবেল মনোশক। উল্লেখ্য এক্সট্রিম ১৬০আর ভার্সন ফোরে আপসাইড ডাউন ফর্ক যোগ করেছিল হিরো। তাই এ ক্ষেত্রে একটু হতাশ হতে পারেন বাইকপ্রেমীরা। ব্রেকিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমই রাখা হয়েছে।
নতুন হিরো এক্সট্রিম ২০০এস ভার্সন ফোরের দাম ভারতে ১.৪১ লাখ রুপি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।