facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

এডিবির ভাইস প্রেসিডেন্ট হলেন ফাতিমা ইয়াসমিন


২৮ জুন ২০২৩ বুধবার, ০৬:৩৩  পিএম

সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার বিজনেস24.কম


এডিবির ভাইস প্রেসিডেন্ট হলেন ফাতিমা ইয়াসমিন

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে ভাইস প্রেসিডেন্ট (সেক্টরস অ্যান্ড থিমস) পদে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। ফাতিমা ইয়াসমিন আগস্টের শেষদিকে এডিবিতে যোগ দেবেন।

বুধবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে এডিবি বলেছে, এডিবির নতুন কার্যক্রম মডেলের আওতায় সদ্য সৃষ্ট সেক্টরস গ্রুপ অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সামলাবেন ফাতিমা।

ক্ষুদ্র-অর্থনীতি ব্যবস্থাপনা, পাবলিক সেক্টর ও অর্থনৈতিক নীতি সংস্কার, বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে কাজ করা ফাতিমা ইয়াসমিনের ৩২ বছরের বিস্তৃত উন্নয়ন অভিজ্ঞতা আছে।

ফাতিমা ইয়াসমিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনেও স্নাতকোত্তর আছে তার। ফাতিমা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের রটগার্স ইউনিভার্সিটির একটি প্রোগ্রামের আওতায় জননীতি ও মানবাধিকার বিষয়ে ফেলোশিপও অর্জন করেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: