০৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১১:৩৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
"বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন" নামে বিজ্ঞান সংগঠন। যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা নিয়ে কাজ করছে। সংগঠনটি চলতি বছর ১০ জেলায় "অ্যাস্ট্রো অলিম্পিয়াড" আয়োজন করেছে।
৪ অক্টোবর শুক্রবার "অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪" এর ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সংগঠনটির নেতারা আশা করছেন, সারা দেশ থেকে তিনশ জনেরও অধিক ছাত্র-ছাত্রী ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহন করবে।
তাদের থেকে শীর্ষ ১০ জন প্রতিযোগীকে বাছাই কো হবে, যারা চলতি বছর "আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াড"-এ অংশগ্রহন করবে।
ইভেন্ট: এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪ - ন্যাশনাল রাউন্ড
তারিখ: ৪ অক্টোবর, শুক্রবার
পুরষ্কার বিতরণীর সময়: বিকাল ৩-৪টা
স্থান: ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
এ, ২ জহুরুল ইসলাম এভিনিউ, আফতাব নগর, ঢাকা-১২১২
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।