facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

এফবিসিসিআই’র জেনারেল বডির মেম্বার হলেন শাহীন মালুম


১৮ জুন ২০২৩ রবিবার, ০৬:০৮  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এফবিসিসিআই’র জেনারেল বডির মেম্বার হলেন শাহীন মালুম

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর প্রাথমিকভাবে জেনারেল বডি (জিবি) মেম্বার হয়েছেন মালুম গ্রুপের চেয়ারম্যান শাহীন মালুম।

সম্প্রতি এফবিসিসিআই ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় জিবি মেম্বার (সাধারণ পরিষদের সদস্য) হিসেবে মনোনীত হন তিনি। ‌রোববার (১৮ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ব্যবসায়ী শাহীন মালুম, পূর্বাচল মালুম সিটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

বর্তমানে তিনি পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান হিসেবে আছেন। এ ছাড়া পূর্বাচল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ও মালুম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, বিএবি ব্রিক ফিল্ড-এর ব্যবস্থাপনা পরিচালক ও ভূলতা জেনারেল হসপিটালের সহকারী পরিচালকসহ লায়ন ক্লাব বুড়িগঙ্গা সিটির মেম্বারের দায়িত্ব পালন করছেন। শাহীন মালুম আসন্ন এফবিসিসিআই‌য়ের পরিচালক নির্বাচনে অংশ নে‌বেন। এজন্য সবার সহ‌যোগীতা চে‌য়ে‌ছেন তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ