২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার, ০৬:৪৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
বর্তমানে বাজারে থাকা অধিকাংশ মোবাইল ফোনে ডুয়াল সিম প্রযুক্তি ব্যবহার করা হলেও এক্ষেত্রে ব্যতিক্রম অ্যাপলের আইফোন। ফলে বেশির ভাগ ব্যবহারকারী আইফোনের পাশাপাশি অন্য সিমের সুবিধা পাওয়ার জন্য ডুয়াল সিমের ফোন ব্যবহার করে।
এ কারণে চাহিদা থাকার পরও অন্য অ্যানড্রয়েডকে খানিকটা বাজার ছেড়ে দিতে হচ্ছে অ্যাপলকে।
আর এই বিষয়টা মাথায় রেখে আইফোনে ডুয়াল সিম প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। ইতিমধ্যে চীনে ডুয়াল-সিম আইফোন ডিভাইস তৈরি করার পেটেন্টও জমা দিয়েছে কোম্পানি। তার আগেই অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ডুয়াল-সিম মোবাইল ডিভাইসের পেটেন্টটি পেয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।