facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪

Walton

এবার আমার ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে: মাহি


২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার, ১২:১৯  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


এবার আমার ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে: মাহি

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই দ্বিগুণ উদ্যোমে মাঠে নেমেছেন মাহিয়া মাহি। ভোট চাইতে চষে বেড়াচ্ছেন রাজশাহী ১ আসনের আনাচ কানাচ। সেইসঙ্গে করে চলেছেন নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমালোচনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে ভোটের প্রচারণায় গিয়ে মাহি বলেন, এবার আমার ভোট হবে অন্যায় ও চৌধুরীর বিরুদ্ধে। যে চৌধুরী শিক্ষক ও সাধারণ মানুষকে সম্মান করতে পারে না, তার এমপি হওয়ার যোগ্যাতা নেই।

তিনি বলেন, আর কিছু করতে না পারলেও আমি সবাইকে সম্মান করতে পারব। আমি সবার কাছে দোয়া চাইতে এসেছি। আমি জয়ী হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না। আজ থেকে আর পুলিশের ভয়ে কারও ধানখেতে ঘুমানোর দরকার নেই। কারণ, তিনি তাদের পাশে আছেন। আর তিনি সবাইকে নিরাপদে ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন। তাই আগামী ৭ তারিখে তার ট্রাক প্রতীকে ভোট দিতে হবে।

ভোটারদের উদ্দেশে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহি বলেন, আগামী ৭ তারিখে আপনারা সবাই আমাকে ট্রাক মার্কায় একটা ভোট দেবেন। চৌধুরী সাহেবকে (স্থানীয় এমপি ও নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী) বুঝিয়ে দিতে হবে-তানোর-গোদাগাড়ীর যে কৃষক পানির জন্য কষ্ট পাচ্ছে, সে কৃষক আর তাকে চায় না। কারণ, ১৫ বছর সে এই কৃষককে পানির কষ্ট দিয়েছে। পানির সমস্যার সমাধান করেনি। ৭ তারিখে বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। আমরা সবাই হাসব, আর ফারুক চৌধুরী কাঁদবে।

তিনি বলেন, ১৫ বছর তো একটা পুরুষ মানুষ ছিলেন এমপি হিসেবে। এই এলাকার নাকি অনেক নিরীহ মানুষ, যারা মাঠে চাষবাস করে, তাদেরকে হয়রানি করা হয়। কথা কি সত্য?’ তখন নারীরা চিৎকার দিয়ে বলেন, ‘সত্য’। ভিড়ের ভেতর থেকে এক নারী বলে ওঠেন, ‘রাইতে শুইতে পারছে না বাসাতে।

এই চিত্রনায়িকা আরও বলেন, আজকে এখানে যিনি ওসি সাহেব আছেন, আমি তার সঙ্গে কথা বলব। অনুরোধ করব যে, যার নামে গ্রেপ্তারি পরোয়ানা নাই, এমন কোনো লোককে, এমন কোনো কৃষক ভাইকে যেন তারা হয়রানি না করে। আমি সবার উদ্দেশে বলে যাচ্ছি, আপনাদের ভাই কিংবা কারও স্বামী এ রকম ভয় পাচ্ছে যে এই বুঝি তাকে ধরে নিয়ে যাবে। আপনাদের ভাই, স্বামী, বাবাকে বলে দেন-আজকে থেকে তারা যেন নিশ্চিন্তে ঘুমায়। কারণ, মাহিয়া মাহি তাদের পাশে আছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: