facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

এবার ‘দুর্বল’ দলের কাছে হারল রোনালদোর আল নাসর


০৮ মার্চ ২০২৪ শুক্রবার, ১০:৫০  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


এবার ‘দুর্বল’ দলের কাছে হারল রোনালদোর আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে হারের পর এবার লিগের দুর্বল দল আল রাইদের বিপক্ষে হেরেছে আল নাসর। বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল রাইদের কাছে ৩-১ গোলে হেরেছে রোনালদোরা। তাতে লিগ শিরোপার দৌড় থেকে আরও একধাপ পিছিয়ে পড়ল ক্লাবটি।

আল আওয়াল স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরুর ১৮তম মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসর। প্রায় মাঝমাঠ থেকে পাঠানো সতীর্থের পাস আল নাসরের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দখলে নেন জুলিও তারাভেস। বক্সে ঢুকে নিজে শট না দিয়ে পাস দেন করিম এল বেরকাওইকে। তিনি নিখুঁত শটে জাল খুঁজে নেন। এর পাঁচ মিনিট পরই অবশ্য সমতায় ফেরে আল নাসর। ডানপ্রান্ত থেকে আল খাইবারির ক্রস বক্সে পেয়ে দারুণ শট নেন রোনালদো। তবে সেটা বারে লেগে ফিরে আসে। বল পেয়ে যান আয়মান ইয়াহিয়া। তিনি লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি।

বিরতির পর মাঠে ফিরতেই আবার পিছিয়ে পড়ে আল নাসর। গোছানো পাল্টা আক্রমণে আল নাসরের রক্ষণদুর্গ তছনছ করে সাউদের পাস দখলে নিয়ে বক্স থেকে বল জাড়ে জড়ান মোহামেদ ফওজাইর। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রোনালদোরা। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে গোল খেয়ে বসে আল নাসর। কর্নার থেকে আল সুবাইয়ের লম্বা পাস বক্সে অরক্ষিত অবস্থায় পেয়ে দারুণ শটে জালে জড়ান আমির সাউদ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল রাইদ।

২৩ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর। ২২ ম্যাচে তাদের তুলনায় ৯ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল হিলাল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ