facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

এবার পাকিস্তান থেকে দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ!


১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১১:২৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এবার পাকিস্তান থেকে দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ!

 

পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবোঝাই কনটেইনার নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরের পথে রওনা হয়েছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজ। আগামী শুক্রবার জাহাজটির চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রতিনিধি সংস্থা।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, এবার জাহাজটিতে ৮২৫ একক কনটেইনার রয়েছে, যা প্রথমবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। আগমনের পর জাহাজটি প্রায় ১,২০০ একক কনটেইনার বোঝাই করে ফেরার পরিকল্পনা করেছে শিপিং কোম্পানি।

গত নভেম্বরে করাচি-চট্টগ্রাম সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়। প্রথম যাত্রায় ৩৭০ কনটেইনার এসেছিল, যার মধ্যে ২৯৭টি ছিল পাকিস্তানের এবং বাকি অংশ সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার কনটেইনারের সংখ্যায় বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

কী রয়েছে এই কনটেইনারগুলোতে?
শিপিং সূত্র বলছে, সাধারণত পোশাকশিল্পের কাঁচামাল, রাসায়নিক, খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্যই এই পথে আনা হয়। তবে আমদানি পণ্যের বিস্তারিত অনলাইনে জমা দেওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।

নতুন রুটে সম্ভাবনা উজ্জ্বল
কনটেইনার জাহাজ চলাচলের নতুন এই রুট চালুর পর থেকে শিপিং কোম্পানির আগ্রহ বেড়েছে। সংস্থার স্থানীয় প্রতিনিধি রিজেনসি লাইন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদা অনুযায়ী ভবিষ্যতে জাহাজের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

এখন কোথায় রয়েছে জাহাজটি?
মেরিন ভ্যাসেল ট্রাফিক ওয়েবসাইট অনুযায়ী, জাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে সর্বশেষ কনটেইনার বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে এটি।

বিশ্লেষকদের আশাবাদ
শিপিং বিশেষজ্ঞদের মতে, করাচি-চট্টগ্রাম সরাসরি কনটেইনার সেবার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি ও আমদানি বাণিজ্য আরও গতিশীল হবে।


 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ