০৪ জুন ২০২৪ মঙ্গলবার, ১০:২৮ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ কোটি ৭৫ লক্ষ টাকা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি।
এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নয় ভেন্যুতে ২৮ দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ জুন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরে রানার্স আপ দল পাবে ১২ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া সেমিফাইনালে হারা দুই দল পাবে ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে।
দ্বিতীয় রাউন্ডে, মানে সুপার এইটে ওঠা দলগুলো পাবে ৩ লক্ষ ৮২ হাজার মার্কিন ডলার। এছাড়া নবম থেকে বারোতম স্থানে থাকা দলগুলো পকেটে ভরবে ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার।
এর বাইরে ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলোর প্রত্যেকে পাবে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার। এর বাইরেও টাকা পাচ্ছে দলগুলো। সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেকটি ম্যাচে জয়ের জন্য দলগুলো পাবে অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার।
চারটি গ্রুপে ভাগ হয়ে ২০টি দল গ্রুপপর্বে মোট ৪০টি ম্যাচ খেলবে। এরপর হবে সুপার এইট, যেখানে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে। ত্রিনিনাদ ও টোবাগো ও গায়ানায় হবে দুইটি সেমিফাইনাল। আর বার্বাডোসের কেনসিংটন ওভালে হবে ফাইনাল।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘নানা দিক দিয়েই এই টুর্নামেন্টটি ইতিহাস তৈরি করবে। খেলোয়াড়দের জন্য প্রাইজমানিও এর প্রতিফলন।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।