facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

এবারের বাজেটে নজর মানুষের মৌলিক অধিকারের দিকে: প্রধানমন্ত্রী


০৭ জুন ২০২৪ শুক্রবার, ০৬:২৮  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এবারের বাজেটে নজর মানুষের মৌলিক অধিকারের দিকে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে গতকাল অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন তাতে মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা করেছি।

প্রধানমন্ত্রী জানান, বিএনপির আমলে মাত্র ৬২ হাজার কোটি টাকার বাজেট ছিল, এবার বাজেট দেওয়া হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার। আওয়ামী লীগ সভাপতি দাবি করেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সরকারপ্রধান জানান, রিজার্ভ কত সেটার দিকে না তাকিয়ে মানুষের প্রয়োজন পূরণে সরকার জোর দিচ্ছে। বৈশ্বিক অর্থনীতির সংকটের ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতেও লাগছে বলে জানান তিনি।

এ সময় ছয় দফা আন্দোলনের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অনেক নামি-দামি নেতা তখন থাকলেও পূর্ব বাংলার মানুষের বঞ্চনার কথা প্রথম তুলে ধরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।প্রধানমন্ত্রী বলেন, পূর্ব বাংলার টাকা দিয়ে চলত পশ্চিম পাকিস্তান। তারপরও শোষণ-বঞ্চনার শিকার হয়েছে বাঙালিরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: