২৭ জানুয়ারি ২০২১ বুধবার, ০৪:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার বিজনেস24.কম
ভ্যালী’র প্রধান কার্যলয়ে এবিএস ক্যাবল স্লির সঙ্গে ই-ভ্যালি ডট কম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এবিএস ক্যাবল স্লির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ওই চুক্তিতে স্বাক্ষর করেন। এবিএস ক্যাবল স্লিঃ দেশের একটি স্বনামধন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান যা চতুর্থ প্রজন্মের জার্মান প্রযুক্তি মেশিনারিজ দ্বারা পরিচালিত।
এ চুক্তির উদ্দেশ্য হচ্ছেই-ভ্যালির গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণযোগ্য ও উৎকৃষ্ট গুনগত মানসম্পন্ন এবিএস ব্রান্ডের অপটিক্যাল ফাইবার ক্যাবল ই-ভ্যালির কাছ থেকে ক্রয় করতে পারবেন।
এবিএস ক্যাবল স্লির মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) দেওয়ান মোঃ আব্দুল মতিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) মোহাম্মদ তাইফুর মাহমুদ ও ব্রান্ড কলসালটেন্ট, মোহাম্মদ ইমরান এবং ই-ভ্যালি ডট কম লিমিটেডের কমার্শিয়াল বিভাগের প্রধান মোঃ সাজ্জাদ আলম ও সিনিয়র মূখ্য হিসাব ব্যবস্থাপক মীর তৌহিদুর রহমান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।