facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার নয়: হাইকোর্ট


১২ মার্চ ২০২৫ বুধবার, ০৩:২৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার নয়: হাইকোর্ট

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ আজ বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে করা রিটটিও খারিজ করা হয়েছে।

রায়ে বলা হয়, ‘আজ থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবেন না। তাদের ক্ষেত্রে কোন প্রিফিক্স প্রযোজ্য হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট দায়ের করেন। ওই বছরের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে রিটটি আদালতে ৬৭ বার কজ লিস্টে আসে। তবে ব্যাখ্যাহীন কারণে এর ওপর শুনানি হয়নি।

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩ এবং ডাক্তার পদবি সংক্রান্ত ‘বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯’কে চ্যালেঞ্জ করে ১৩০৪৬/২০২৪—এই দুটি রিটের শুনানি হয়। ওই দিন রিটটির ৯১তম শুনানি ছিল। আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য আজ বুধবার (১২ মার্চ) দিন ধার্য করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: