facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

এমিরেটসের মুনাফা ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার


১০ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:০৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এমিরেটসের মুনাফা ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার

এমিরেটস এয়ারলাইন ৩০ সেপ্টেম্বর ২০২৪ এ সমাপ্ত অর্ধ-বছরে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স-পূর্ববর্তী মুনাফা অর্জন করেছে। ট্যাক্স পরবর্তী মুনাফার পরিমান ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এসময় অন্যান্য অপারেটিং আয়সহ এয়ারলাইনটির রাজস্ব পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এমিরেটস এয়ারলাইন, ডানাটাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এসময় গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমান ছিল ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।
বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে কার্যকর হওয়া ইউএই’র কর্পোরেট ইনকাম ট্যাক্স এমিরেটস গ্রুপের ক্ষেত্রে প্রথমবারের মতো এবার প্রযোজ্য হয়েছে। ৯ শতাংশ ট্যাক্স পরিশোধের পর মুনাফা দাঁড়িয়েছে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

গ্রুপের রাজস্ব আয় এসময় ছিল ১৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এবং গ্রুপের বিভিন্ন ডিভিশনে বর্ধিত গ্রাহক চাহিদার প্রতিফলন ঘটেছে।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, ‘এমিরেটস গ্রুপ এবার গত বছর অর্জিত রেকর্ডকেও অতিক্রম করেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের সাফল্য অভূতপূর্ব। এর মাধ্যমে আমাদের ব্যবসা মডেলের সক্ষমতা প্রমাণিত হয়েছে, যা দুবাইয়ের ক্রমবর্ধমান উন্নয়ন যাত্রার সঙ্গে সমন্বিত। দুবাই সকলের বসবাস, কাজ, ভ্রমণ, সংযোগস্থল, এবং ব্যবসা করার জন্য পছন্দের নগরী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সচেষ্ট।’

তিনি আরও বলেন, ‘২০২৪-২৫ অর্থ বছরের বাকী সময়টাতে গ্রাহক চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। এই বর্ধিত চাহিদা পূরণে আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছি। এসময় এমিরেটস বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হবে এবং ডানাটার নতুন অনেকগুলো স্থাপনা চালু হবে, যা রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

প্রথম অর্ধ-বছরে এমিরেটস তার নেটওয়ার্ক এবং ভায়া দুবাই সংযোগ সুবিধা বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ এর তথ্য অনুযায়ী, এয়ারলাইনটি বিশ্বের ৮০টি দেশের ১৪৮টি বিমানবন্দরে যাত্রী ও কার্গো পরিবহন সেবা প্রদান করছে। এসময় এয়ারলাইনটির গড় সিট ফ্যাক্টর ছিল ৮০ শতাংশ, যা অবশ্য গত বছর একই সময় ছিল ৮১ দশমিক ৫ শতাংশ। এমিরেটস এয়ারলাইন চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৬৯ লক্ষ যাত্রি পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।

এমিরেটসের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো প্রথম ছয় মাসে ১১ লাখ ৯৮ হাজার টন পণ্য পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। এমিরেটস গ্রুপের ক্রমবর্ধমান কার্যক্রম পরিচালনার জন্য এমিরেটস ও ডানাটা নিয়মিতভাবে কর্মী নিয়োগ ক্যাম্পেইন পরিচালনা করছে। ৩১ মার্চ ২০২৪ গ্রুপটিতে এমপ্লয়ী সংখ্যা ছিল ১ লাখ ১৪ হাজার ৬১০ জন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: