facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

এস আলমের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ: দুদকের পদক্ষেপ


১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:৪৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এস আলমের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ: দুদকের পদক্ষেপ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন। এর বাজারমূল্য প্রায় ৫ হাজার ১০৯ কোটি টাকা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১২ ফেব্রুয়ারি এই আদেশ দেন। দুদকের দাবি, মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে যে, এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও ফার্মের বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তরের চেষ্টা চলছিল। এই শেয়ারসমূহ এবং তাদের থেকে অর্জিত মুনাফা অবরুদ্ধ করা জরুরি বলে তদন্তকারীদের মত।

আদালতের এ নির্দেশের ফলে এস আলম পরিবারের শেয়ার লেনদেন ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত হয়েছে। এটি তদন্তের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ