১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ০২:৩৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির ৯৮ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে মেসার্স ভিকার ইন্টারন্যাশনাল। বিষয়টি জানিয়েছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ভিকার ইন্টারন্যাশনাল ব্লক মার্কেট থেকে এসবিএসি ব্যাংকের ৯৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর ব্যাংকটির আড়াই কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিল ভিকার ইন্টারন্যাশনাল।
ভিকার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা সহযোগী মোহাম্মদ নাজমুল হক, যিনি এসবিএসি ব্যাংকের মনোনীত পরিচালক।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮৮ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৬৬ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।