facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

ওসিএআইবি সদস্যদের উন্নত ব্যাংকিং সেবার দেবে ব্র্যাক ব্যাংক


২২ জানুয়ারি ২০২৫ বুধবার, ০১:১৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ওসিএআইবি সদস্যদের উন্নত ব্যাংকিং সেবার দেবে ব্র্যাক ব্যাংক

ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর সদস্যদের উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।

এই পার্টনারশিপের মাধ্যমে ওসিএআইবি-এর সদস্যগণ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট ও সেবাগুলো উপভোগ করতে পারবেন। এর ফলে বিদেশি বিনিয়োগ প্রবাহ বাড়বে।
ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ক্লায়েন্টদের জন্য একটি বিশেষ `চায়না ডেস্ক` আছে। এই ডেস্কে নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার আছেন, যিনি চাইনিজ বিজনেস কমিউনিটিকে নির্দিষ্ট ও প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করবেন, যাতে তাদের বিশেষ চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করা যায়।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন তারেক রেফাত উল্লাহ খান এবং ওসিএআইবি-এর প্রেসিডেন্ট ক্যালভিন এনগান।

ওসিএআইবি বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক লেনদেনের উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে অঙ্গীকারবদ্ধ। এই সংস্থার অধীনে ৩০০টিরও বেশি বড় ও মাঝারি আকারের চীনা প্রতিষ্ঠান রয়েছে, যারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, তৈরি পোশাক, চামড়া, খেলনা, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং ও সার্ভিস খাতে নিয়োজিত আছে।

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন বিভিন্ন খাতের শিল্প-ভিত্তিক ব্যাংকিং চাহিদা পূরণের জন্য বিশেষ সেবা প্রদান করে।
এই চুক্তিটি চীনা বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের অটল অঙ্গীকারেরই প্রতিফলন, যা এই খাতে প্রবৃদ্ধি ও উভয় পক্ষের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

 

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ