২২ নভেম্বর ২০১৭ বুধবার, ০৫:২০ পিএম
শেয়ার বিজনেস24.কম
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর আনন্দ ভ্রমণ মঙ্গলবার ভোরে রাজধানী থেকে যাত্রা করে চট্টগ্রামের মহামায়া ইকোপার্ক ও ফেনীর বিজয়সিংহ দীঘি এলাকা ঘুরে শেষ হয় মধ্যরাতে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের নেতৃত্বে প্রায় ২১ ঘন্টার এই আনন্দ ভ্রমণে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, বাগেরহাট, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাভার, শরীয়তপুর, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দারবার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলার প্রায় ২০০ সাংবাদিক অংশগ্রহণ করেন।
ওয়াইজেএফবির অর্ধযুগ পুর্তির আনন্দ ভ্রমণের মূল আকর্ষণ ছিলো সেরাদের পুরষ্কার প্রদান। এতে ওয়াইজেএফবির সেরা গণমাধ্যম স্বজন নির্বাচিত হয়েছেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান, ম্যাক্স পাওয়ারের নির্বাহী পরিচালক নিজাম চৌধুরী। ওয়াইজেএফবির সেরা তিনটি সংগঠন হচ্ছে- ফেনী জেলা, মুন্সীগঞ্জ জেলা ও জাহঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি। ওয়াইজেএফবির সেরা ৮ সংগঠক হলেন- কেন্দ্রীয় কমিটির - এ কে আজাদ, নারগিস কবির লিন্ডা, হুমায়ুন কবির তমাল, ফেনীর শাহজালাল ভুঞা, মুন্সীগঞ্জের শেখ মু. শিমুল, লক্ষ্মীপুরের রবিউল ইসলাম খাঁন, জাবি`ব সৈয়দ এলতেফাত হোসেন ও বাকৃবি`র অমিত মালাকার। সেরা ৩ প্রেরণা বন্ধু হলেন- সংগঠনের উপদেষ্টা আইয়ুব ভুঁইয়া, কাজি ওয়লিউদ্দিন (কাজি ফয়সল) ও ইসমত তাকির বাবু। পর্বে-পর্বে সাজানো অনুষ্ঠানগুলোতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেনী জেলা পরিষদের চেয়ারমান আজিজ আহম্মদ চৌধুরী, দাগনভুঞার পৌর মেয়র ওমর ফারুক খান, বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস)- এর উপ প্রধান বার্তা সম্পাদক রুহুল গণি সরকার জ্যোতি, বার্তা সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজি, প্রথম আলোর ফেনীর প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহদাত হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, দৈনিক অজেয়বাংলা সম্পাদক শওকত মাহমুদ।
আনন্দ ভ্রমণকে প্রাণবন্ত করে তুলেছেন- ফেনী থিয়েটার, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র ও পঞ্চবটি নাট্য দল।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ নিয়ে কবি নির্মলেন্দু গুণের কবিতাটি আবৃত্তি করেন অনুরণনের এড. রাশেদ মাযহার।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।