০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:৫৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তার সিদ্ধান্ত জানান।
মুশফিকের অবসরের ফলে তিনি এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন তিনি।
নিজের ঘোষণায় মুশফিক লিখেছেন, `আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। হয়তো বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত, তবে যখনই দেশের জার্সি গায়ে মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজের ১০০ ভাগের বেশি দিয়েছি।`
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর অবসর নিয়ে গুঞ্জন থাকলেও, অবশেষে নিজেই ঘোষণা দিলেন মুশফিক। তিনি আরও লেখেন, `গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।`
সিদ্ধান্ত ঘোষণার সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াতও উদ্ধৃত করেন— `ওয়া তুইজ্জু মান তাশা` ওয়া তুযিলু মান তাশা`– অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।`
২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক দীর্ঘ ১৯ বছরে ২৭৪টি ম্যাচ খেলেছেন, যেখানে তার ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় ইনিংস রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।