০৯ মার্চ ২০২৪ শনিবার, ১০:৪৭ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর প্রথম বোলার এবং ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। শনিবার (৯ মার্চ) ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে অনন্য এ মাইলফলক ছুঁলেন ইতিহাসের সফলতম পেসার।
৬৯৮ উইকেট নিয়ে এ টেস্টে নেমেছিলেন অ্যান্ডারসন। গতকাল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শুবমান গিলকে বোল্ড করে পান ৬৯৯ তম উইকেট। ৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে মুরালিধরনের লেগেছিল ১১৩টি টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন ১৪৪ তম ম্যাচে। অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ।
ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেয়া ওয়ার্ন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।