২৮ মে ২০২৩ রবিবার, ১১:০১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
দ্য ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস (ওয়ার্ল্ডকব) পুরস্কার পেলেন আজদি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল শাহরিয়ার আহমেদ।
২৫ থেকে ২৮ মে কাজাখস্তানের শেরাটন হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ডকব। এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বব্যাপী ১০০’র বেশি অংশগ্রহণকারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ৪০টিরও বেশি দেশের ১০০টিরও বেশি কোম্পানি বিভিন্ন শিল্পে তাদের কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে।
আজদি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। আজদি ট্রিমস লিমিটেড প্রথম লেবেলিং কোম্পানি ওয়ার্ল্ডকব কনফেডারেশন অব বিজনেসের এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শাহরিয়ার বলেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আমাদের কোম্পানিকে বেছে নেওয়ায় আমি ওয়ার্ল্ডকবের জুরি সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের কোম্পানির সব কর্মী ও কর্মচারীদেরও বিশেষ ধন্যবাদ। তারা আমাদের কোম্পানিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সর্বোত্তম সহায়তা ও প্রচেষ্টা প্রদান করে চলেছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।