facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত


১২ মার্চ ২০২৪ মঙ্গলবার, ১২:৪৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪’ আজ সোমবার (১১ মার্চ) শেষ হয়েছে। এবারের আসরে দ্বিমুকুট জয় করেছেন নিউজ২৪ এর শর্না ও ফাইয়াজ।

শর্না মেয়েদের এককে মাকসুদা আক্তার লিসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। লিসা হন রানার্স-আপ। এরপর মিশ্র দ্বৈতে সাব্বিরকে সঙ্গে নিয়ে নিউজ২৪ এর সহকর্মী তানভীর-ফাহমিদা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শর্না। অর্জন করেন দ্বিমুকুট।

অন্যদিকে পুরুষদের এককে চ্যাম্পিয়ন হন নিউজ২৪ এর ফাইয়াজ। তিনি হারিয়েছেন চ্যানেল আই-এর নওফেলকে। এরপর পুরুষ দ্বৈতে এন. আলমকে সঙ্গে নিয়ে সাব্বির-তানভীর জুটিকে হারিয়ে দ্বিমুকুট অর্জন করেন।

প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নদের ৮ হাজার টাকা করে প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের প্রেসার কুকার দেওয়া হয়। আর রানার্স-আপদের ৪ হাজার টাকার সঙ্গে ওয়ালটনের রুটি মেকার দেওয়া হয়।

পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে জিমনেসিয়ামে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হয়। যেখানে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নেন। প্রতিযোগিতার সর্বমোট প্রাইজমানি ছিল ১ লাখ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ